রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের মূল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার বিকেল ৩টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, ‘বিকেল ৪টায় ১২তলা ভবনের ৫ম তলায় আগুন লাগে। বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই ভবনের লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।ডিউটি অফিসার জানান, প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, ‘বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আমরা নিজেরাই এই দুর্ঘটনা সামলে নিয়েছি। অবশ্য আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’