ঢাকায় ২৬ কাউন্সিলর প্রার্থী, সমর্থনে চলছে জামায়াতের গণসংযোগ

0

Jamayat City Electionআসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে ২৬ জন কাউন্সিলর প্রার্থীর সমর্থনে গণসংযোগ চালাচ্ছে জামায়াতে ইসলামী। এর মধ্যে ১৯ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিরর এবং সাতজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। বিএনপির পাশাপাশি জামায়াত সমর্থিত প্রার্থীরাও ‘আদর্শ ঢাকা আন্দোলন’র শ্লোগানে স্বতন্ত্রভাবে প্রচারণা চালাচ্ছেন। ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াত তিনটি সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে কোনো প্রার্থী না দিলেও কাউন্সিলর পদে কিছু ওয়ার্ডে প্রার্থী দিয়েছে।
জামায়াতের সাথে এই নির্বাচনের ব্যাপারে জোটের প্রধান শরীক বিএনপির এখন পর্যন্ত যোগাযোগ নেই। চট্টগ্রামে ১১ জন জামায়াত সমর্থিত কাউন্সিলরের পক্ষে বিএনপির সমর্থন দেয়ার ব্যাপারে স্থানীয়ভাবে আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও সেগুলোরও প্রায় সবগুলোতে বিএনপিরও প্রার্থী রয়েছে। ঢাকায় এ ধরণের কোনো আলোচনা এখনো হয়নি। নির্বাচনে এখন পর্যন্ত জামায়াত তাদের সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষেই প্রচারণায় সক্রিয় রয়েছে।
জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হলেন-
ঢাকা উত্তর : সাধারন ওয়ার্ডে আশ্রাফুল আলম (পল্লবী-মিরপুর : ওয়ার্ড-৩, প্রতীক-টিফিন ক্যারিয়ার), লস্কর মো. তাসলিম (কাফরুল, ভাষানটেক : ওয়ার্ড-৪, প্রতীক-ঠেলাগাড়ি), অ্যাডভোকেট এনায়েত হোসেন (মিরপুর পুর্ব : ওয়ার্ড-১৩, প্রতীক-কাঁটাচামচ), তারেক রেজা তুহিন (মিরপুর, কাফরুল : ওয়ার্ড-১৪, প্রতীক-রেডিও), আবুল কালাম মো. মোস্তাফিজুর রহমান (রামপুরা : ওয়ার্ড-২২, প্রতীক-ট্রাক্টর), শরীফ মিজানুর রহমান (তেজগাঁও : ওয়ার্ড-২৬, প্রতীক-ট্রাক্টর), মুক্তিযোদ্ধা মো. ইকবাল (মোহাম্মদপুর : ওয়ার্ড-২৯, প্রতীক-মিষ্টিকুমড়া), মনজুরুল আলম (রমনা : ওয়ার্ড-৩৫, প্রতীক-টিফিন ক্যারিয়ার) ও মাওলানা সালেহ সিদ্দিকী (রমনা : ওয়ার্ড-৩৬, প্রতীক-লাটিম)।
ঢাকা দক্ষিণ : কবির আহমেদ (খিলগাঁও: ওয়ার্ড-১, প্রতীক-কাঁটাচামচ), মাওলানা শহীদুল ইসলাম (খিলগাঁও : ওয়ার্ড-৩, প্রতীক-ঘুড়ি), উমর ফারুক মজুমদার (সবুজবাগ : ওয়ার্ড-৫, প্রতীক-এয়ারকন্ডিশনার), গোলাম শাফি মহিউদ্দিন (মুগদা : ওয়ার্ড-৬, প্রতীক-টিফিন ক্যারিয়ার), মোশাররফ হোসেন চঞ্চল (শাহজাহানপুর: ওয়ার্ড-১১, প্রতীক-লাটিম), আঞ্জুমান আরা রব (পল্টন: ওয়ার্ড-১৩, প্রতীক-কাঁটাচামচ), ডা: আতাহার আলী (ওয়ারী : ওয়ার্ড-৩৯, প্রতীক-মিষ্টিকুমড়া), আবদুল মান্নান (গেন্ডারিয়া : ওয়ার্ড-৪৬, প্রতীক-লাটিম), শফিকুল ইসলাম (শ্যামপুর কদমতলি : ওয়ার্ড-৫২, প্রতীক-লাটিম) ও হাফেজ আহমাদ হাসান (কদমতলী, শ্যামপুর : ওয়ার্ড-৫৩, প্রতীক-কাঁটাচামচ)।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড : উত্তরে উম্মে সালমা (কাফরুল, ভাসানটেক, ক্যান্টনমেন্ট, শেরে বাংলানগর : ৪, ১৫, ১৬ ওয়ার্ড, প্রতীক- মোড়া), মাসুদা আক্তার (দারুস সালাম, মিরপুর, কাফরুল : ১২, ১৩, ১৪ ওয়ার্ড, প্রতীক-কেতলি), আমেনা বেগম (রামপুরা, রমনা : ২২, ২৩, ৩৬ ওয়ার্ড, প্রতীক-গ্লাস), কাওসার জাহান (মোহাম্মদপুর, আদাবর : ২৯, ৩০, ৩২ ওয়ার্ড, প্রতীক-শিলপাটা)
ঢাকা দক্ষিণে শামিমা আকতার (খিলগাঁও, সবুজবাগ : ২, ৩, ৪ ওয়ার্ড, প্রতীক-গ্লাস), দিলারা বেগম ( পল্টন, রমনা, শাহবাগ : ১৩, ১৯, ২০ ওয়ার্ড, প্রতীক-স্টিলের আলমারি) ও হাসনা হেনা (শ্যামপুর, কদমতলী : ৫২, ৫৩, ৫৪ ওয়ার্ড, প্রতীক-কেতলি)।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More