রাজধানীর পশ্চিম রামপুরার একটি বাসা থেকে তানিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীর সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে ওয়াপদা রোডের ১৮০ নম্বর বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার এসআই আবু বকর গৃহকর্তা এসএমএ মতিনের বরাত দিয়ে মানবকণ্ঠকে বলেন, ওই বাসায় গৃহকর্মীর কাজ করলেও বেশীরভাগ সময় গৃহকর্তা মতিনের বৃদ্ধা মায়ের সেবা-যত্ন করত তানিয়া। সে মানসিক সমস্যায় ভুগছিল বলেও জানিয়েছে ওই বাসার লোকজন। তানিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। সকালে তানিয়ার কক্ষের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও কোন সারা না পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।
তানিয়া কুমিল্লার মুরাদ নগর উপজেলার বলিঘর গ্রামের বাবুল মিয়ার মেয়ে ছিলেন। এ ঘটনায় এমএ মতিন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন।