ঢাকা: রাজধানীর বনানী থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার বিকেলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, বনানীর এফ ব্লকের ৩ নম্বর রোডের ১১২ নম্বর বাড়ি থেকে বিএমডব্লিউর এক্স-ফাইভ সিরিজের এ গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরো জানান, শুল্ক ফাঁকি দিয়ে কার্নেট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে গাড়িটি আমদানি করা হয়। কার্নেট সুবিধা নিয়ে শুধুমাত্র একজন টুরিস্ট নির্দিষ্ট সময়ে বিনাশুল্কে গাড়ি আমদানি করতে পারেন। তবে এ গাড়িটি নির্দিষ্ট সময়ে আমদানি করা হয়নি। এবং এর রেজিস্ট্রেশন নম্বরও ভুয়া।
গাড়ির মালিক জাহিদ হোসেন বৈশাখী টেলিভিশন ভবনের মালিক ও ঠিকাদারী ব্যবসায় করেন। তিনি ৩ বছর আগে সিলেটের জাগর আহমেদের কাছ থেকে গাড়িটি কিনেছিলেন বলেও জানায় শুল্ক গোয়েন্দা।