অভিনব এক রেকর্ডের জন্ম দিলেন লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লিপু। ৫০ ওভারের ম্যাচে ৩৫টি চার এবং ১৯টি ছয়ের সমন্বয়ে তিনি একাই সর্বমোট ৩২৫ রান করেছেন। এই ইনিংস এর মাধ্যমে জাতীয় স্কুল ক্রিকেট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন লিপু।শুক্রবার ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের পক্ষে অসাধারণ এই রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান লিপু। লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিপুর ৩২৫ রানের ওপর ভর করে ৯ উইকেটে ৫১৫ রান করে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় । জবাবে স্থানীয় গিয়াস উদ্দিন উচ্চবিদ্যালয় ১১৭ রানে অলআউট হলে ৩৯৮ রানে জয়লাভ করে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়। লালমনিরহাট ক্রিকেট একাডেমির খেলোয়াড় লিপু বাংলাদেশ বয়সভিত্তিক দলেরও একজন সদস্য।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বুলবুল বাশার নিশ্চিত করেছেন, বয়সভিত্তিক এবং জাতীয় স্কুল ক্রিকেটের সীমিত ওভারের যেকোনো প্রতিযোগিতায় এটিই ব্যক্তিগত ও দলীয় সর্বোচ্চ ইনিংস।