এবার জয়-মোসাদ বৈঠক নিয়ে তোলপাড় (ভিডিও)

0

SHajib Wajed Joy[ads1]ঢাকাঃ প্রধানমন্ত্রী পুত্র ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও সাক্ষাত হয়েছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কথিত এজেন্ট মেন্দি এন সাফাদির (Mendi N. Safadi)। দিল্লিতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে বৈঠকের অন্তত দুই মাস আগে ওয়াশিংটন ডিসিতে জয়ের সঙ্গে তার এই সাক্ষাত হয়েছে বলে জানিয়েছেন মেন্দি সাফাদি।

ইউটিউবে আপলোড করা এক ভিডিও সাক্ষাতকারে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাতকারের কথাটি জানিয়েছেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির এই নেতা মেন্দি সাফাদি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও দলটির কূটনৈতিক বিষয়ক কমিটির সদস্য জাহিদ এফ সরদার সাদী ইউটিউবে যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার মেন্দি সাফাদির ভিডিওটি আপলোড করেন। তবে সাক্ষাতকার গ্রহণকারীর পরিচয় পাওয়া যায়নি।

সাক্ষাতকারের সময় সাফাদি বলেন, “I didn’t come to India specially to meet with him and he did not come to meet with me. Both of us were invited by the BJP (the ruling Bharatiya Janata Party), of India. The youth group of the party invited us. I did not know him before I met him”. অর্থাৎ-“আমি ভারতে তার সাথে সাক্ষাতকারের উদ্দেশ্যে কিংবা তিনি আমার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ভারত আসেননি। আমরা দু’জনই ভারতের বর্তমান ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি- বিজেপির আমন্ত্রনে এসেছিলাম। বিজেপির যুব ফ্রন্টের একটি অংশের আমন্ত্রন পেয়েছিলাম আমরা। ভারতে আমাদের সাক্ষাতকারের আগে আমি তাকে চিনতাম না।”[ads2]

সাফাদির সাক্ষাতগ্রহীতা তার কাছে জানতে চান, “Before and after arrest him(BNP leader Aslam Chowdhury), did any investigator from Bangladesh make any effort to get you in touch and ask -who are you and what was your conversation?” অর্থাৎ-“তাকে (বিএনপি নেতা আসলাম চৌধুরী) গ্রেফতারের আগে কিংবা পরে বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থার সদস্য আপনার সাথে সাক্ষাত করেছেন কীনা? আর সাক্ষাত হলে-আপনি কে, তার সাথে আপনার কি কথা হয়েছে তা জানতে চেয়েছেন কীনা?”

এর উত্তরে সাফাদি জানান, তার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কেউ সাক্ষাত করেননি এবং কেউ এ বিষয়ে কিছু জানতেও চাননি। এ সময় মেন্দি সাফাদি আরও বলেন, বাংলাদেশের অনেক লোকের সঙ্গে আমার ফেসবুকে যোগযোগ রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে যখন দিল্লি সফর করি তখনও বাংলাদেশের কিছু রাজনৈতিক ও মানবাধিকার কর্মীর সঙ্গে আমার সাক্ষাত হয়েছে।
তিনি বলেন, আমি আসলাম চৌধুরীর সঙ্গে দেখা করেছি এটা সত্য তবে তা কোন বৈঠক ছিল না। ভারতীয় জনতা পার্টির আমন্ত্রণে আমি যাই, তখনি আমার আসলাম চৌধুরীর সঙ্গে দেখা হয়। মেন্দি সাফাদি বলেন, “আসলাম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের অন্তত দুই মাস আগে ওয়াশিংটনে সজীব ওয়াজেদ ‘জিও’ নামে বাংলাদেশের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে সাক্ষাত হয়েছে”।[ads1]

এ সময় সাক্ষাতকার গ্রহণকারী টেলিভিশন পর্দায় প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি দেখিয়ে বলেন ইনি কি সে ব্যাক্তি? উত্তরে মেন্দি সাফাদি বলেন, হ্যাঁ ইনিই সে ব্যাক্তি যার সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাত হয়েছিল। মেন্দি সাফাদিকে প্রশ্ন করা হয়, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনি কি জানেন? জবাবে সাফাদি বলেন, আমি জানতাম তিনি বাংলাদেশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তবে তিনি যে প্রধানমন্ত্রীর পুত্র, তা আমার জানা ছিল না। এ সময় সাক্ষাতকার গ্রহনকারী বার বার মেন্দি সাফাদির কাছে জয়ের ছবি দেখিয়ে জানতে চান তিনি সত্যিই জয়ের সাথে সাক্ষাত করেছেন কীনা। “Mr. Safadi! Please take a look at the picture. You are saying you met this gentleman”. অর্থাৎ-“মিস্টার সাফাদি! দয়া করে ছবিটির দিকে তাকান। আপনি বলছেন, এই ব্যক্তির সাথে আপনার সাক্ষাত হয়েছে।” আপনি কি নিশ্চিত এই ব্যক্তির সাথেই ওয়াশিংটনে আপনার সাক্ষাত হয়েছে? জবাবে, সাফাদি জানান, অবশ্যই (off course)।[ads1]

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

সুত্রঃ ইন্টারনেট

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More