চিরবিদায় নিলেন বাংলাদেশের বন্ধু, মানবাধিকার কর্মী ও যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিবিদ লর্ড এরিক এভেবুরি।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় মরণব্যাধী ক্যান্সারে ভুগে রোববার পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন ব্রিটেনের লিবারেল ডেমোক্রেট দলের সাবেক এই এমপি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
১৯৬২ সালে অরপিংটন থেকে উপনির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে শুরু হয়েছিল তাঁর পথচলা। এরপর ১৯৭০ সালে হাউজ অব কমন্সে পরাজিত হওয়ার পর লিবারেল ডেমোক্রেট থেকে হাউজ অব লর্ডসের সদস্য হিসেবে তিনিই সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা ও সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। অসুস্থ্য শরীর নিয়ে ও তিনি এসে যোগ দিতেন বাংলাদেশিদের সঙ্গে।