সানি লিওন যখনই কোন সিনেমায় অভিনয় করেন তখনই টিআরপি-র জ্বর মাপতে থার্মোমিটারও ঘেমে যায়। নীল ছবি থেকে বলিউডে পা দিয়েই যাবতীয় স্পটলাইট কেড়ে নিয়েছেন সানি লিওন। অভিনয় দক্ষতা নাকি শরীরী জাদু কোনটা তাঁর ইউএসপি সে বিচার করে দর্শকরা। তবে এবার তার বুঝি সময় শেষ হয়ে এসেছে! সানি লিওনের বাড়া ভাতে ছাই দিতে তহমিনা আফজল যথেষ্ট।
সানি-প্রেমে মাতোয়ারা দেশে তহমিনা হঠাত্ দমকা হাওয়া, বলাই যায়।। খুব শিগগিরইবলিউডে পা রাখতে চলেছেন তহমিনা। সানিকে সমানে সমানে টক্কর দেওয়ার হিম্মত রাখা দুই সন্তানের মা তহমিনা আফজলের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।
পাকস্তানি তহমিনা শুধু নামী মডেলই নন, দুর্দান্ত সফটবল প্লেয়ারও। মার্কিন যুক্তরাষ্ট্রেই কেটেছে মেয়েবেলা। খেলাধুলোর জন্য নিউ ইয়র্কে স্কলারশিপ পেয়েছেন। ব্যাচেলার ডিগ্রি শেষ করে পুরোপুরি মডেলিং কেরিয়ারকেই বেছে নেন। কয়েকটি মিউজিক ভিডিয়োতে তহমিনার সাহসী লুকের জেরে দুনিয়াজুড়ে বিতর্কিত। পাকিস্তানেও তুমুল সমালোচনার মুখে পড়ে।
যদিও সেই সব সমালোচনাকে উড়িয়ে ৩০ বছর বয়সি তহমিনার বক্তব্য, ‘নিজের সুন্দর শরীরটা দেখিয়ে কারও তো কোনও ক্ষতি করছি না। আমার সমর্থনে কয়েক হাজার পুরুষ পাশে রয়েছেন। যদিও এটা আমার ধর্মের বিরুদ্ধে। তবে আমার পরিবার আমার পাশে আছে, তাই ভয় পাই না।’