শেখ মুজিবের মৃত্যুতে মিষ্টি বিতরনের দু:খ ঘুচাতেই SSC রেসাল্টের আগেরদিন নিজামীর ফাঁসি ?
স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে বারবার অন্ধকার নেমে এসেছে, গনতন্ত্র লুন্ঠিত হয়েছে। শেখ-মুজিবুর রহমান বাকশাল গঠনের মধ্য দিয়ে সর্বপ্রথম বাংলাদেশে একদলীয় শাসন ব্যাবস্থার সূচনা করেছিলেন।পরবর্তীতে নানা রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ বহুদলীয় গনতন্ত্র ফিরে পেয়েছিল।
আওয়ামীলীগের দলীয়তন্ত্র আজকের নয়, শেখ মুজিবের সময় তা এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারন মানুষ এখনো রক্ষীবাহিনী-বাকশাল প্রভৃতি নামগুলি শুনলে আতকে ওঠে। হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে ওই সময়কার কিছু ঘটনা বর্ণনা করেছেন। উল্লেখযোগ্য অপ্রিয় সত্যা কথা হল শেখ মুজিবের মৃত্যুতে সাধারন মানুষ রাস্তায় আনন্দ মিছিল করেছিল, মিষ্টি বিতরন করেছিল। এছাড়াও Bangladesh: A Legacy of Blood ( Anthony Mascarenhas) গ্রন্থে ঘটনাটির বিবরণ পাওয়া যায়।
তাহলে কি শেখ মুজিবের মৃত্যুতে মিষ্টি বিতরনের সেই দু:খ ঘুচাতেই সুকৌশলে এইসএসসি রেসাল্টের আগেরদিন মাওলানা নিজামীর ফাঁসি দেয়া হবে? সেই সাথে পরেরদিন দালাল মিডিয়া দিয়ে মিষ্টি বিতরনের মহোৎসব দেখানো হবে !
লেখকঃ মৃদুল হাসান রিকেল, বুলগেরিয়া প্রবাসী