[ads1]GPA-5 : 2001 এ পেয়েছে 76 জন এবং 2016 তে এসে সেইটা দাঁড়িয়েছে 1,10,000 জনে। গত ১৫ বছরে জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে ১,৪৪,৬৩৬%। অথচ এই কথিত বা ফলাফল প্রাপ্ত মেধাবীরা কি আসলেই মেধাবি? তা নিয়ে জাতীয় টিভি চানেল মাসরাঙা প্রকাশ করেছে তাদের বিশেষ রিপোর্ট যার প্রশ্নগুলো ছিল এমনঃ
প্রশ্নঃ অপারেশন সার্চলাইট কি?
উত্তরঃ অপারেশন করার সময় যে লাইটটা দেয় সেটা অপারেশন সার্চলাইট
প্রশ্নঃ শহীদ বুদ্ধিজীবী দিবস?
উত্তরঃ ১৭ই আগস্ট/ ১০ ডিসেম্বর।
প্রশ্নঃ রণ সংগীত কে রচনা করেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্নঃ জাতীয় সংগীত কে রচনা করেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।[ads2]
প্রশ্নঃ বিজয় দিবস কবে- ২৬ শে ডিসেম্বর
প্রশ্নঃ স্বাধীনতা দিবস কবে?
প্রশ্নঃ নেপালের রাজধানী নাম?
উত্তরঃ নেপচুন।
প্রশ্নঃ বাংলাদেশের রাস্ট্রপতির নাম কি?
উত্তরঃ জানে না।
প্রশ্নঃ GPA, SSC পূর্নরূপ?
উত্তরঃ জানি না।
প্রশ্নঃ পীথাগোরাস কে?
উত্তরঃ একজন ঔপন্যাসিক[ads1]
[ads2]
[ads2]