পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ ১৩ই জুলাই সারাদেশে সাধারণ মানুষের ব্যপক ঘৃনা, ক্ষোভ, ধিক্কারে আগুনে জ্বলছে প্রথম আলো ও Daily Star.[ads1]
আন্তর্জাতিক স্বীকৃত ইসলামিক স্কলার , জাকির নায়েককে নিয়ে উদ্দেশ্যপ্রনোদিত রিপোর্টের প্রতিবাদে সারাদেশে একযোগে এই কর্মসূচী পালন করা হয়। সাধারন ধর্মপ্রান মুসল্লিরা এই দুই পত্রিকার ছবি পুড়িয়ে ফেসবুক ও অনলাইনে প্রকাশ করে। তারা এই দুই পত্রিকার লাইসেন্স বাতিলসহ জাকির নায়েকের সমর্থনে হ্যাশট্যাগ ব্যবহার করেন।[ads2]
[ads1]
[ads1]
[ads2]
[ads1]
[ads2]
[ads2]
[ads2]উল্লেখ্য, প্রথম আলো ও Daily Star এর বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার প্রমান পাওয়া গিয়েছে ।