ঢাকাঃ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ বলেছেন বাসে আগুন দেয়ার অভিজ্ঞতা একমাত্র আওয়ামী লীগের আছে। আগুন দেয়ার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।
তিনি হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে বলেন,আপনি আপনার ইচ্ছামত যে সকল টিভি রেডিওর লাইসেন্স দিয়েছেন তা বাংলাদেশে চলতে দেয়া হবে না। লাইসেন্সকৃত ১৪ টি টিভি রেডিওর মধ্যে ৫ টি জাসদের লোক বলে উল্লেখ করেন তিনি।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,সরকারের পতনের সাথে সাথে তোপখানা রোডে তথ্যমন্ত্রীর পতন নিশ্চিত করা হবে।
বুধবার দুপরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ঘোষিত একতরফা তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে পেশাজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।