সময় শেষ হয়ে আসছে: মির্জা ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, উনাদের (আওয়ামী লীগ) সময় শেষ হয়ে আসছে। তাই প্রলাপ বকেছেন। তারা মিথ্যের ওপর টিকে আছে।

সোমবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়। পরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সুর নরম হয়ে গেছে’ ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ওসব কথা বলে কোনো লাভ নেই। এগুলো মাঠে প্রমাণিত হবে। উনি (ওবায়দুল কাদের) তো পালাবার পথ খুঁজছেন। আমার বাসাতে ওঠার কথা বলেছেন। এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।

বিএনপি মহাসচিব ছাড়াও বৈঠকে দলটির লিয়াজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন- জাগপার খন্দকার লুত্ফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ সাম্যবাদী দলের ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ও বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী।

jugantor

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More