পর্ন তারকার খেতাব ছেড়ে বলিউডে পা দিয়েছেন সানি লিওন। কথা দিয়েছেন আর ফিরবেন না পুরনো পেশায়। তবে হঠাৎ করে কি হলো মেয়েটার?
সম্প্রতি পুনের একটি বারে নগ্ন অবস্থায় আবিস্কার করা গেছে সানি লিওনকে। জানা গেছে, সারারাত বারটিতে নগ্ন হয়ে নেচেছেন সানি। এর জন্য তিনি নিয়েছেন মোটা অঙ্কের টাকাও। তবে এ সবই পুরনো খবর। নতুন খবর হচ্ছে, সানির সেই নগ্ন পার্টিতে নাকি ছিল সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার। ইংরেজী একটি অনলাইন দিয়েছে এমন খবর।
অনলাইনটি জানিয়েছে, সে রাতে সানি লিওনের সঙ্গে ছিলেন ড্যানিয়েল। আর পাশে থেকেই সানির নগ্নতায় সায় দিয়ে গেছেন তিনি। যদিও এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি ড্যানিয়েল। অবশ্য এর আগে এ ঘটনাকে ভূয়া আখ্যা দিয়েছেন সানি লিওন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ঐ রাতে নগ্ন হয়ে তিনি কোথাও পারফর্ম করেননি। তার যে ভিডিও ইন্টারনেটে প্রকাশ হয়েছে তাকেও ভূয়া বলে আখ্যা দিয়েছেন তিনি।