রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৬ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আবেদনপত্র জমা দেয়া যাবে ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি এম. আবদুুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। চলতি বছরে ২টি ইউনিট বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৪৭টি বিভাগের ১৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চলতি বছরে ভর্তি পরীক্ষার আবেদনকারীর যোগ্যতা হিসেবে প্রয়োজনীয় জিপিএ কিছুটা কমানো হয়েছে। মানবিক শাখার জন্য যেকোনো একটি কমপক্ষে ৩.২৫ এবং উভয়টি মিলে জিপিএ-৭ বিজ্ঞান শাখায় যেকোনো একটিতে ৩.৫ এবং উভয়টি মিলে জিপিএ-৮ এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য যেকোনো একটিতে ৩.৫ এবং উভয়টি মিলে ৪র্থ বিষয়সহ জিপিএ-৭.৫ থাকতে হবে। এ বছর ভর্তি ফরমের মূল্য কিছুটা কমানো হয়েছে। ইউনিট ও ভর্তি ফরমের মূল্য এ-১ (২২০ টাকা), এ-২ (২২০), এ-৩(৩৩০), এ-৪ (২৭৫), এ-৫ (২২০), এ-৬(২২০), বি (২২০), সি-১ (৩৩০) সি-২ (৪৪০), ডি (৩৮৫), ই (৬৬০), এফ-১ (২৭৫), এফ -২ (৩৩০), জি (৪৪০), এইচ (৪৪০ টাকা)। মঙ্গলবার ভর্তি উপ-কমিটির বৈঠক শেষে কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এসব তথ্য জানান। ভর্তি পরীক্ষার সময় সূচি পরে ভর্তি পরীক্ষার মূল কমিটির বৈঠক শেষে জানানো হবে বলে জানানো হয়। তাছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ru.ac.bd তে পাওয়া যাবে।