রগুনার পাথরঘাটা উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকেলে পাথরঘাটা উপজেলার, পাথরঘাটা মহাবিদ্যালয়ের পশ্চিম পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি এস এম জিয়াউল হক জানান, শুক্রবার বিকেলে পাথরঘাটা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ইতলা খালের পানি থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশের বয়স আনুমানিক ৪০ বছর এবং গলায়, মাথায় ধারাল অস্ত্রের আঘাত দেখা গেছে এবং পা কাপর দিয়ে বাদা দেখা যায়। মৃত ব্যক্তির মুখে দাড়ি, তাঁর চেহারা গোল। সরেজমিনে লাশটি পানিতে ভাসতে দেখা যায়। খালের পাড়ে পরিত্যক্ত ভিটায় ছোপ ছোপ রক্তের দাগ গাছের শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হযেছে।
পাথরঘাটা থানার এসআই মো. ফারুক মৃধা বলেন, লাশের মাথায় ধারালো অস্ত্রের কোপ ও গলায় চাকু বা দায়ের আঘাত রয়েছে। পাথরঘাটা থানার ওসি বলেন এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়।