অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ করে দেখাবো। উন্নয়ন সহযোগীরা সবসময় আমাদের অর্জনকে কম করে দেখে। আইএমএফ তাদের একটি।
বৃহস্পতিবার দুপুরে শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশের কান্ট্রি সিস্টেমকে শক্তিশালী করা নিয়ে এক আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জিডিপি প্রবৃদ্ধির ব্যাপারে মুহিত বলেন, আইএমএফ সব সময় কম প্রত্যাশা করে। আমাদের সম্পর্কে তাদের ধারণা কম। তাই তারা ৬.৩ শতাংশ হবে বলেছিল। কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা যখন পূরণ হয তখন আইএমএফ আমাদের সাথে সাড়া দেয়। একমত হয়।
মন্ত্রী বলেন, আমাদের প্রাক্কলনের কাছাকাছি বলে থাকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কারণ তারা আমাদের বোঝে। আমাদের কাজ সস্পর্কে তাদের ধারণা আছে। তাদের চেয়ে কম বলে বিশ্বব্যাংক।