ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক চলছে। এদিকে পাসপোর্ট যাত্রীরাও চলাচল করছে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, প্রজাতন্ত্র দিবসে ভারতে সরকারি ছুটি ঘোষণা করায় মঙ্গলবার পেট্রাপোল বন্দরের সকল কাজকর্ম বন্ধ রয়েছে। বন্ধের বিষয়টি ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ কাস্টসম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি চলবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু জাহেদ মিয়া জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে আবার এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে।
Prev Post
Next Post