জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিটিআই গিয়ে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রউফ মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, পিটিআই এর সুপার আতিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন, আব্দুর রাজ্জাক, সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ করিম প্রমুখ।
Next Post