[ads1]
[ads1]ঢাকা: ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আগে একবার পিছিয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেই পরীক্ষা আবারো পিছানো হলো। ২৭ মের এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করে আগামী ১২ জুন ধার্য করা হয়েছে।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে আগে একবার এই পরীক্ষাটির তারিখ পিছিয়ে ২৭ মে করা হয়েছিল। পরীক্ষাসূচি অনুযায়ী এই পরীক্ষা ২২ মে হওয়ার কথা ছিল।
ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার পরীক্ষার তারিখ পিছানো তথ্য নিশ্চিত করেছেন। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।[ads2]