ভুলে ভরা এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র

0

SSC admitলক্ষ্মীপুরের দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়ে ১২জন এএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুলে ভরা। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। মঙ্গলবার ভুলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।
জানা গেছে, ২০১৬ সালের সালের এসএসসি পরীক্ষায় দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় থেকে ১৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে। এর মধ্যে ১২ জন পরীক্ষার্থীর প্রবেশ পত্রে ভুল রয়েছে।
তিন শিক্ষার্থীর গ্রুপ পরিবর্তন হয়ে অন্য গ্রুপ ছাপা হয়েছে। এমরান  হোসেন রোল ৬২১৮৫২ তার মানবিক গ্রুপ, প্রবেশপত্রে ছাপা হয়েছে ব্যবসা শিক্ষা, ফাহিম হোসেন ছিল ব্যাবসা শিক্ষা, প্রবেশপত্রে ছাপা হয়েছে বিজ্ঞান।
এছাড়া ফরহাদ হোসেন রোলনং-৬২১৭৯৯, হৃদয় হোসেন আশেক রোলনং- ৬২১৮৩৬, রুবেল হোসেনরোলনং- ৬২১৮৪২, আব্দুল লতিফ রোলনং-৬২১৮০৪, আলী হোসেন রোলনং-৬২১৮৫০, মাহাবুবুর রহমান রোলনং-৬২১৮৪৫  কম্পিউটার  বিষয়ের পরিবর্তে প্রবেশ পত্রে ছাপা হয়েছে কৃষিশিক্ষা, আব্দুল কাদের   রোলনং-৬২১৮৫২ কৃষি শিক্ষার পরিবর্তে প্রবেশ পত্রে ছাপা হয়েছে কম্পিউটার।
শিক্ষার্থী ফাহিম হোসেন জানায়, সে দুই বছর ধরে ব্যবসা শিক্ষায় পড়ালেখা করেছে। সোমবার স্কুল থেকে প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড দিয়েছে, পবেত্রপত্রে বিজ্ঞান গ্রুপ লেখা রয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
কোরবান আলী নামে একজন অভিভাবক জানান, তিনি ভুলের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে, তারা এটাকে বোর্ড ভুল বলে সেখানে যোগাযোগ করার নির্দেশ দিয়ে সহযোগিতা করতে অপরাগতা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান জানান, এটা শিক্ষার্থীদের ভুলের জন্য হয়েছে। বিষয়টি নিয়ে বোর্ডে যোগাযোগ করা হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More