[ads1]ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
আগামী চার বছরের জন্য তারা এ পদে নিয়োগ পেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ দুটি গত ৯ জুন শূন্য হয়।
এ পদে ২০১২ সালের ৫ জুন নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডীন নাসরীন আহমাদ ও জীব বিজ্ঞান অনুষদের ডীন সহিদ আকতার হুসাইন।[ads1]