অভিনেতা অর্জুন কাপুরের টুইটে ধরা পড়ল বলিউডের নয়া জুটি। শুক্রবার ‘কি অ্যান্ড কা’ ছবির প্রথম ঝলকে সেই চিত্র দেখল সোশাল নেওয়ার্কিং সাইটের দর্শক। অর্জুন ও কারিনাকে এর আগে অন স্ক্রিন রোম্যান্স করতে দেখা যাইনি। এই জুটিকে আর বাল্কি’র ‘কি অ্যান্ড কা’ ছবিতে দেখা যাবে। ছবির প্রথম ঝলকে উঠে এসেছে অর্জুন-বেবোর রোম্যান্টিক কেমিস্ট্রি। পোস্টারে একটি ট্রেনের পাশে অর্জুন ও কারিনা একে অপরকে জড়িয়ে ধরে গভীর প্রেমে বিভোর। সেই ছবি টুইটারে পোস্ট করেছেন খোদ অর্জুন কাপুর। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি টুইট করে জানিয়েছেন, ‘চোখু রাখুন আর বাল্কির নতুন প্রেমের গল্পে যেখানে বলিউডের নতুন জুটির সন্ধান মিলবে।’
অর্জুন, করিনার পাশাপাশি ‘কি অ্যান্ড কা’ ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স দেবেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। সব ঠিক থাকলে আগামী ১ এপ্রিলেই মুক্তি পেতে চলেছে ‘কি অ্যান্ড কা’।