[ads1]ঢাকা: নিজের সম্পর্কে সব সময়ই খোলামেলা উত্তর দিতে উস্তাদ পশ্চিম বাংলার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমানে জি-বাংলার তুমুল জনপ্রিয় মীরাক্কেল’-এর বিচারক আবেদনময়ী শ্রীলেখা মিত্র। সম্প্রতি কলকাতা বাংলার শীর্ষস্থানীয় একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারেও নিজের জীবন যাপন আর সেক্স বিষয়ে খোলাখুলি কথা বলেছেন প্রতিবেদকের সাথে।
চল্লিশ বসন্ত পেরিয়ে গেল এখনো সতেজ আছেন শ্রীলেখা। এই বয়সেও পুরুষরা তারমধ্যে যে আবেদন খুঁজে পান সে বিষয়ে প্রশ্নকারী কথা উঠাতেই শ্রীলেখা বলে উঠেন, যারা এখন ত্রিশের কোঠায় তেমন অনেকে বলেছেন, তাদের বেড়ে ওঠা, সেক্সুয়ালি নিজেকে জানা, তার মাধ্যম হলাম আমি। এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট। আসলে বিভিন্ন বয়সের পুরুষ আমাকে ফ্যান্টাসাইজ করে। আর আমিও তা এনজয় করি![ads2]
এরপর নিজের প্রতি পুরুষের আকর্ষণ নিয়ে কথা বলার এক পর্যায়ে শ্রীলেখা বলেন, হয়তো আমার মধ্যে একটা কিছু আছে, যার জন্য আমার এত ফ্যান! আর দর্শক যদি রাতে আমায় স্বপ্ন না দেখেন, তাহলে তো অভিনেত্রী হিসেবে সেটা আমার ফেলিওর।
এছাড়া সাক্ষাৎকারটিতে বর্তমানে তার একা জীবন যাপনের বিষয়টিও উঠে আসে। একা থাকলেও তিনি বিয়ে কিংবা লিভ টুগেদার করতে রাজি নন বলেও খোলাখুলি জানান এই অভিনেত্রী। এমনকি ভবিষ্যতে কেউ তাকে ন্যুডিটি চরিত্রে অভিনয় করানোর প্রস্তাব দিলে তিনি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেও জানান।[ads1]