আইস বাকেট চ্যালেঞ্জ নিয়ে সারা বিশ্বে তোলপাড়। হলিউড থেকে বলিউড তারকারা বরফ গোসলের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন একে অন্যকে। বরফ গোসল নিয়ে আলোচনার ঝড় তুলেছেন সানি লিওন থেকে পুনম পান্ডে। এবার সবাইকে পেছনে ফেলে সম্পূর্ণ নগ্ন হয়ে বরফ গোসল করলেন বিগ বস তারকা সোফিয়া হায়াত।
এরই মধ্যে বলিউড তারকা বিপাশা বসু, সোনাক্ষী সিনহা, সানি লিওন, পুনম পান্ডেরা ভিজেছেন বরফ জলে। প্রসঙ্গত, আইস বাকেট চ্যালেঞ্জ শুরু হয়েছিল অ্যামাইও ট্রফিক ল্যাটেরাল স্কেলোরসিসের মতো বিরল রোগের চিকিৎসায় তহবিল গঠনের জন্য।