[ads1]গাজী গ্রুপ ও ভিক্টোরিয়ার ম্যাচে দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম পর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার। প্রথম পর্ব শেষে বাংলাদেশি খেলোয়াড়দের সেরা বোলার মাশরাফি বিন মর্তুজা। তবে দুর্ভাগ্যক্রমে তার দলেরই জায়গা হয়নি সুপার সিক্সে। নয়তো নিজেকে ছাড়িয়ে যেতে পারতেন তিনি। কলাবাগান ক্রীড়া চক্রের এই অধিনায়ক ১১ ম্যাচে পেয়েছেন ২২ উইকেট। তবে সব দেশি-বিদেশী খেলোয়াড় মিলিয়ে একটি উইকেট বেশি নিয়ে তার উপরে রয়েছেন শ্রীলঙ্কার প্রসন্ন ডি সিলভা। ১১ ম্যাচে ২৩ উইকেট পেয়েছেন ভিক্টোরিয়ার এ স্পিনার। এবারের লিগে এক ইনিংসে সর্বাধিক ৬টি উইকেট পাওয়ার কৃতিত্বও রয়েছে এ দুই বোলারের। এছাড়া আবাহনীর জুবায়ের হোসেনও একটি ম্যাচে ৬ উইকেট নেন।
মাশরাফির সমান ২২ উইকেট পেয়েছেন ভিক্টোরিয়ার আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি। তবে রান গড়ে পিছিয়ে রয়েছেন তিনি। এছাড়াও এবার ব্যাটের পাশাপাশি বল হাতেও চমক দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন এ অলরাউন্ডার। আর পঞ্চম অবস্থানে থাকা মোহামেডানের নাঈম ইসলাম জুনিয়র পেয়েছেন ২০টি উইকেট।[ads2]
[ads1]লিগের সেরা পাঁচ বোলার
নাম-দল-ম্যাচ-উইকেট-সেরা
প্রসন্ন ডি সিলভা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১ ২৩ ৬/৩৫
মাশরাফি বিন মর্তুজা কলাবাগান ক্রীড়া চক্র ১১ ২২ ৬/৪২
কামরুল ইসলাম রাব্বি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১১ ২২ ৪/৩৮
মাহমুদউল্লাহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১১ ২১ ৫/৬৬
নাঈম ইসলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ১১ ২০ ৪/২১
[ads2]সূত্র : বাংলাদেশের খেলা