ম্যারাডোনা আর নেই! আর্জেন্টিনায় তিনদিনের শোক দিবস ঘোষণা, ফিফার দু:খ প্রকাশ

0

Maradona[ads1]There can be translated into English below:

দিয়েগো আর্মান্দো মারাদোনা , জন্ম ৩০ অক্টোবর ১৯৬০। একজন আর্জেন্টিনীয় ফুটবল কোচ সেইসাথে একজন ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়। অনেক বিশেষজ্ঞ, ফুটবল সমালোচক, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ফুটবল সমর্থক তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে গণ্য করেন। তিনি ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড়ে পেলের সাথে যৌথভাবে ছিলেন মারাদোনাই একমাত্র খেলোয়াড় যিনি দুইবার স্থানান্তর ফি এর ক্ষেত্র বিশ্বরেকর্ড গড়েছেন।

প্রথমবার বার্সেলোনায় স্থানান্তরের সময় ৫ মিলিয়ন ইউরো এবং দ্বিতীয়বার নাপোলিতে স্থানান্তরের সময় ৬.৯ মিলিয়ন ইউরো। নিজের পেশাদার ক্যারিয়ারে মারাদোনা আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি তার নাপোলিতে কাটানো সময়ের জন্য বিখ্যাত, যেখানে তিনি অসংখ্য সম্মাননা জিতেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে তিনি ৯১ খেলায় ৩৪ গোল করেন।[ads2]

তিনি চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। যার মধ্যে ছিল ১৯৮৬ বিশ্বকাপ, যেখানে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণ গোলক জিতেন তিনি। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে জয় লাভ করে।
আর্জেন্টিনার পক্ষে উভয় গোলই করেন মারাদোনা। দুইটি গোলই ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুইটি ভিন্ন কারণে। প্রথম গোলটি ছিল হ্যান্ডবল যা “হ্যান্ড অফ গড” নামে খ্যাত। দ্বিতীয় গোলটি মারাদোনা প্রায় ৬০ মিটার দূর থেকে ড্রিবলিং করে পাঁচজন ইংরেজ ডিফেন্ডারকে পাশ কাটিয়ে করেন। ২০০২ সালে ফিফাডটকম এর ভোটাররা গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসাবে নির্বাচিত করে।

এদিকে, গতকাল শুক্রবার ভারতীয় গণমাধ্যম আর প্লাসের খবরে বলা হয়েছে, সর্বকালের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তী আর নেই। পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।[ads1]

Translate into English

Diego Armando Maradona, born October 30, 1960. An Argentine football coach and
former player as well as a manager. Many experts, football critics, former
players, current players and football fans, was considered the best football
player of all time. Pelé in conjunction with FIFA Player of the twentieth
century, he was the only player who maradonai twice set the world record
transfer fee of the field.[ads1]
Transferring to Barcelona for the first time, 5 million euro and 6.9 million
euro during the second move for Napoli. During his professional career,
Maradona Argentinos Juniors, Boca Juniors, Barcelona, Napoli, Sevilla and
Newell's Old Boys played. He is best known for his time spent at the club
Napoli, where he won numerous awards. In his international career, playing for
Argentina, he earned 91 caps and scored 34 goals.[ads2]

He took part in four FIFA World Cup tournaments . Including the 1986 World Cup ,
 where he captained Argentina and led the team to win the World Cup . He won the
 Golden Ball as the tournament 's best player . Argentina against England in the
 quarter-finals of the competition -1 win .

Both goals Maradona scored for Argentina . There are two goals in football
history, two different reasons . The first goal was a handball in the " Hand
of God " known as . Maradona 's second goal from a distance of about 60 meters
was dribbling past five English defenders . 00 Goal of the Century was elected
golatike phiphadatakama voters .[ads1]

Meanwhile , the Indian media on Friday reported Plus , one of the best football
legends of all time is no more . He is forced to travel beyond .
Click below to learn more[ads2]
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More