[ads1]কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে ৪-২ গোলে হারের পর ফুটবল বিশ্বকে চমকে দিয়ে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।
মেসির এই সিদ্ধান্ত মানতে পারছে না ফুটবল বিশ্ব। এখনই অবসর নয়, জাতীয় দলের হয়ে ফুটবলকে তার আরও অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচিন টেন্ডুলকার।
ক্রিকেটের এই কিংবদন্তিকেও বিশ্বকাপ জেতার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। ১১৯২ বিশ্বকাপ থেকে দেশের হয়ে খেললেও অবশেষে ২০১১-তে এসে তিনি বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিলেন।
বিশ্বকাপ জেতার জন্য শচিনকেও অপেক্ষা করতে হয়েছিল অনেক বছর। তেমনি অপেক্ষা করা উচিত মেসিরও। অপেক্ষার ফল কিন্তু ভালোই হয়। রাশিয়া বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করুন মেসি। হয়তো সেই বিশ্বকাপেই মেসির হাতে উঠবে অমূল্য বিশ্বকাপ। শচিনেরও তো তাই হয়েছিল।[ads2]
Next Post