অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরাইলি হামলায় ৩ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিখোঁজ রয়েছে বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
এদের মধ্যে ১ হাজার ৭০০টি শিশুও রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে, তারা গাজা সিটি ও এর উত্তরাঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষের ফোন পেয়েছেন, যারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। এছাড়া শত শত আহত ব্যক্তিও ফোন দিয়েছেন চিকিৎসার জন্য। কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা বেসামরিক সাহায্য তাদের কাছে পৌঁছাতে পারেনি।
মেডিক্যাল বর্জ্য ও লাশগুলো পঁচতেছে
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ ইসরাইলি হামলার কারণে লাশ দাফন করতে পারছে না। হাসপাতাল কম্পাউন্ডে অন্তত ১০০টি লাশ পড়ে রয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, মেডিক্যাল বর্জগুলোও হাসপাতালের ভেতরে স্তূপ হচ্ছে। এর ফলে যেমন রোগীদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে, তেমনি মহামারী ছড়ানোরও ঝুঁকি তৈরি হচ্ছে। ফলে ব্যাপক স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে।
চিকিৎসা সামগ্রীর অভাবে লোকজন মারা যাচ্ছে
গাজা উপত্যকার বর্তমানে একমাত্র সেবা দিতে সক্ষম আল-আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নাইম জানিয়েছেন, চিকিৎসা সামগ্রীর অভাবে সেখানে লোকজনের প্রাণ রক্ষা করা যাচ্ছে না।
জ্বালানি সঙ্কটে জাতিসঙ্ঘের ত্রাণ তৎপরতা বন্ধ হয়ে যাচ্ছে
গাজায় জাতিসঙ্ঘের ত্রাণ সরবরাহ সংস্থার প্রধান থমাস হোয়াইট জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকাটিতে জ্বালানি সঙ্কটের কারণে আগামী ৪৮ ঘণ্টা তাদের ত্রাণ তৎপরতা বন্ধ রাখতে হবে।
সূত্র : আলজাজিরা