জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক জানিয়েছে ২০১৫ সালের শেষ তিন মাসে তাদের আয় দ্বিগুণেরও বেশি হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লাভ ৭০১ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১.৫৬ বিলিয়ন ডলার হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে এই সময়ে তাদের ৮০ শতাংশ আয় এসেছে মোবাইল বিজ্ঞাপন থেকে। ২০১৪ সালে এটি ছিল ৬৯ শতাংশ। টানা দশমবারের মতো ফেসবুকের আয় অর্থনৈতিক বিশ্লেষকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল ২০১৫ সালে পুরো বছরে ফেসবুকের আয় বেড়েছে ৪৪ শতাংশ।