ইসলামকে বিশ্বের সবচেয়ে শান্তির ধর্ম ঘোষণা ইউনেস্কোর নিউজটি ভুয়া

0

226891_1[ads2]শিরোনামে একটি খবর গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও বাংলাদেশি মিডিয়াগুলোতে প্রকাশ করা হচ্ছে।

আজকে কৌতূহলবশত এই নিউজটি নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম। ঘাঁটাঘাঁটি করে যা বুঝলাম, তা হলো খবরটি সম্পূর্ণ ভুয়া।

প্রথম আলোর ইংরেজি ভার্সন, কালেরকন্ঠ সহ দেশের প্রায় সবকটি অনলাইন পোর্টালে খবরটি প্রকাশ করা হয়েছে। অবশ্য মতির প্রথমআলো খবরটি মুছে দিয়েছে।[ads1]

এমনকি বিশ্বের অনেক দেশের নিউজ সাইট লেখাটি কপি করেছে।

এই খবরটি সর্বপ্রথম প্রকাশ করে ইন্ডিয়ার juntakareporter.com নামের একটি স্যাটায়ার/বিদ্রুপাত্মক ওয়েবসাইট। এই রকম ওয়েবসাইট বিশ্বে অনেক রয়েছে। বাংলাদেশেও JoyGoole-জয়গুল নামে ও একটি স্যাটায়ার সাইট চোখে পড়েছিলো।

জান্তা-কা-রিপোর্টারের অরিজিনাল খবরের লিঙ্ক: http://goo.gl/C3ng6N

juntakareporter.com এর এই রকম ভুয়ামির কারণে টুইটার তাদের একাউন্ট ব্যান করে দিয়েছিলো। টুইটারে ব্যানের খবর : http://goo.gl/F414eJ

মূলত ভারতের আদ আদমি পার্টির অভিযোগের ভিত্তিতেই তাদের একাউন্ট বাতিল করা হয়েছিলো। এই নিয়ে juntakareporter.com তাদের ফেসবুক পেইজে একটি নোটও লিখে। তাদের নোটে তারা বলেছে, প্রথম থেকেই এই একাউন্টটি একটি প্যারোডি একাউন্ট হিসেবে আত্মপ্রকাশ করেছিলো। তাদের সেই ফেসবুক নোটের লিঙ্ক: https://goo.gl/j10asz [ads2]

তাই সবার প্রতি আহবান এই রকম সেনসেটিভ খবর শেয়ার করার আগে যাচাই করে নিবেন। ইসলামকে কেউ সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। ইসলাম সব সময়ই আল্লাহ প্রদত্ত শান্তির ধর্ম।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More