‘কাজ না হলে শুধু অর্থনৈতিক অঞ্চল ঘোষণায় লাভ নেই’

0

amuশিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, কাজ হওয়াটাই বড় কথা। সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা দিলাম কিন্তু কাজ হলো না, তাতে কোন লাভ নেই। যে প্রক্রিয়ায় শিল্পের প্রসার ঘটছে এমনিতেই নরসিংদী অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে। সারাদেশেই গ্যাসের সমস্যা রয়েছে, এটি দূর হলে অচিরেই উৎপাদনে আর ব্যাঘাত ঘটবে না। বিদ্যুৎ উৎপাদনেরও চেষ্টা চলছে কাজ শেষ হলে আগামীতে দেশের বৃহত্তর দুটি সারকারখানায় সার উৎপাদনে কোন সমস্যা থাকবে না।
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ ইউরিয়া সারকারখানার প্রশিক্ষণ ইন্সটিটিউটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, সার কারখানা ব্যবস্থাপকসহ স্থানীয় নেতারা, কারখানার অন্যান্য কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More