গত রাতের লোডশেডিং বিএনপি-র সমাবেশ ঠেকানোর জন্য

0

Khaleda May 1ঢাকাঃ আজ সকালে বিভিন্ন চায়ের দোকান ও রেস্টুরেন্টে শোনা কথা এটি। সাধারন মানুষ সম্পূর্ণ নিশ্চিত যে গত রাতে ঢাকার প্রত্যেক এলাকায় ১ ঘণ্টা পর পর বিদ্যুৎ বিভ্রান্তি দেখা গেছে। প্রতি এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ আছে এবং পরবর্তী এক ঘণ্টা বিদ্যুৎ নেই এমন করেই কাটিয়েছে রাত।

মানুষের কষ্টের সিমা ছিল চরমে, সকালে আমাদের প্রতিনিধিরা ঢাকার বিভিন্ন স্থান থেকে জানান যে গত রাতে বিদ্যুতের অবস্থাটা ছিল ১/১, অর্থাৎ ১ ঘণ্টা আছে তো পরের ১ ঘণ্টা নেই।

এই প্রচণ্ড গরমে মানুষ যদি ঠিকমত ঘুমাতে না পারে তাহলে তার পরের দিনের কোন কাজ ঠিক ভাবে হবে না, যদি ৪ ঘণ্টা বিদ্যুৎ না থেকে পরের ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে তাহলেও মানুষ ঘুমাতে পারত। গত রাতের লোডশেডিঙে বোঝাই যাচ্ছিলো এটি কোন স্বাভাবিক ঘটনা নয়। ১ ঘণ্টা পর পর কেন?

সাধারন মানুষের মাঝে ডাক উঠেছে যে বিদ্যুৎ না থাকা বা এভাবে লোডশেডিং হলে কেউ ঘুমাতে পারবেনা এবং আজকের সমাবেশে উপস্থিতি থাকবে কম। এটি সম্পূর্ণ আওয়ামীলীগের চাল। যা হয়তো বিএনপি-ও বুঝতে পারেনি। আবার অনেক নেতারা হয়তো তাদের নিজেদের বিদ্যুৎ বেবস্থার কারনে টেরই পাননি।

সাধারনের মাঝে এই ডাক জাগার কারন জানতে চেয়ে এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হল কেন আপনার এমনটি মনে হয়, তখন সে বলল যে আওয়ামীলীগ এমন ছোট মনের কাজ সব সময় করে থাকে, না হয় এতদিন কালকের চেয়েও বেশি গরম পরেছে তখনতো কোন লোডশেডিং ছিলোনা। আজ কেন হল এটি যে কেউ চিন্তা করলেই পেয়ে যাবে।

মানুষের মনের এই ভাবনা তো দাবিয়ে রাখা যাবে না আর যাবেনা সরকার ও বিরোধী দলিও কোন সমাবেশ, তবে আমাদের মাঝে যদি সচেতনতা ও মানুশিকতার উন্নয়ন না হয় তাহলে পদে পদে আমরা জঘন্য হয়ে উঠবো।

বিশেষ রিপোর্টার/দিবার্তা.কম

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More