তিতাস গ্যাসফিল্ডের নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও উন্নয়নসহ মোট ৯টি প্রকল্প একনেক সভায় চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৮৫৮ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৪৭৭ কোটি ৪৯ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৭৩ কোটি ৯৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ২০৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় করা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিষয়গুলো জানান। তিনি বলেন, তিতাস গ্যাসফিল্ড প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৯০৯ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ৬শ ৮৫ কোটি ৬০ লাখ টাকা এডিবি দেবে।