ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ঢাকা-চট্টগ্রাম চারলেনের ওপরে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য দ্রুত কাজ শুরু করতে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, একনেক বৈঠকে এক্সপ্রেসওয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শুরু করতে।
তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের ওপরে এক্সপ্রেসওয়ে হবে। প্রায় ২২০ কিলোমিটার লম্বা এই যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠক সূত্রে জানা যায়, তাৎক্ষণিকভাবে চূড়ান্ত হয়নি যে এক্সপ্রেসওয়ে ট্রেন সার্ভিস নাকি বাস সার্ভিস হবে। পরবর্তীতে বিষয়টি চূড়ান্ত করা হবে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সবগুলো বিভাগীয় শহরে বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে একটি করে নভোথিয়েটার স্থাপন করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
Prev Post
Next Post