‘প্রশাসনে পদোন্নতি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে’

0

full_843643924_1467097905[ads1]জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে প্রশাসনে পদোন্নতি দেয়া হয়নি। নীতিমালার আলোকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেয়া হয়ে থাকে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আশরাফুল ইসলাম বলেন, উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য পরীক্ষা চালুর আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে এই দুই পদে পদোন্নতির জন্য বিদ্যমান ‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা ২০০২’ সংশোধনের পদক্ষেপ নেয়া হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনাও সরকারের আপাতত নেই।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More