শুভেচ্ছাবার্তায় জনাব তারেক রহমান তুরষ্কের পরিবহণ মন্ত্রনালয়ের দায়িত্ব সফলভাবে পালন করার জন্য জনাব ইলদিরিম এর প্রশংসা করেন এবং জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দলটির অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে তার ভূমিকার কথা স্মরণ করেন।[ads2]
জনাব তারেক রহমান আশা প্রকাশ করেন যে, জনাব ইলদিরিমের চেয়ারম্যান থাকাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল –বিএনপি’র সাথে জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির সম্পর্ক আরো দৃঢ় হবে।
জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাঁর বৈদেশিক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির এই শুভেচ্ছা বার্তাটির অগ্রীম কপি লন্ডনস্থ তুর্কি দূতাবাসে পৌঁছে দেন এবং তুরষ্কের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দূতাবাসের কুটনৈতিক সচিব জনাব মেহমেত এমিন সালিহ্ কোসকার আজ লন্ডন সময় বিকেল ৩.১৫টায় সেটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। উল্লেখ্য যে, মূল শুভেচ্ছাবার্তা সরাসরি তুরষ্কে অবস্থিত জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।[ads1]