ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে এলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসা মাঠে ঢাকা তৃতীয় মহানগর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসের বাইরে বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে বেগম খালেদা জিয়া বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলায় হাজিরা দিতে যাওয়ার আগেই সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হন। খালেদা জিয়া আসার পর নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকে। বেলা ১টার দিকে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে আদালতের ভেতরে চলে যান। এসময় বিএনপি নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।
নেতাকর্মীদের ভিড় সামলাতে না পেরে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। নেতাকর্মীরাও এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাহাতুল কবিরসহ বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বাংলামেইলকে বলেন, ‘বিএনপি কর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। নিরাপত্তার স্বার্থেই তাদের আদালতে প্রবেশ করতে দেয়া হয়নি।’
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এসময় বিএনপিপন্থি আইনজীবী ও দলের শীর্ষ নেতারাও আদালতে উপস্থিত হন।