বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘বর্তমানে দেশে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার সঙ্কট চলছে। আর এই সঙ্কট সৃষ্টি করেছে পুলিশ বাহিনী। যেখানে পুলিশ জনগণের সেবক হয়ে কাজ করবে, সেখানে পুলিশই আজ জনগণের মালিকে পরিণত হয়েছে।’ পাশাপাশি পুলিশ বন্ধুর মুখোশে জনগণের শত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে’ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ এই স্মরণ সভার আয়োজন করে।
দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি চলছে এমন অভিযোগ তুলে গণি স্মরণে মাহবুবুর রহমান বলেন, ‘আর এ গণি একজন সম্মানিত ও আলোকিত রাজনৈতিক নেতা ছিলেন। বর্তমান দেশ ও রাজনৈতিক প্রেক্ষপটে তার মতো নেতা আমাদের খুব প্রয়োজন।’
আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণির মৃত্যুতে’ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ এই স্মরণ সভার আয়োজন করে।
দেশের সর্বক্ষেত্রে দুর্নীতি চলছে এমন অভিযোগ তুলে গণি স্মরণে মাহবুবুর রহমান বলেন, ‘আর এ গণি একজন সম্মানিত ও আলোকিত রাজনৈতিক নেতা ছিলেন। বর্তমান দেশ ও রাজনৈতিক প্রেক্ষপটে তার মতো নেতা আমাদের খুব প্রয়োজন।’
আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।