হকারদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন : হাছান মাহমুদ

0

153938hasan_mahmudফুটপাথ থেকে হকারদের উচ্ছেদ করার পাশাপাশি পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে হকার উচ্ছেদ নয়, হকার পুনর্বাসন চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ”ফুটপাত থেকে হকার উচ্ছেদ করুন এবং তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন। সেই লক্ষ্যে সিটি করপোরেশন প্রাথমিকভাবে ৫০ ও পরবর্তীতে ১০০টি স্থানে ছুটির দিনে খোলা মার্কেট বসানোর উদ্যোগ নিতে পারে। ফুটপাতে হকারদের কারণে সাধারণ পথচারীর চলাচলে যেন সমস্যা না হয়, সেই উদ্যেগের পাশাপাশি গরিব হকারদের যেন পেটে লাথি না পড়ে সে দিকেও লক্ষ রাখবেন।”

আওয়ামী লীগ সরকার এমন কিছু করবে না যাতে করে গরিব মানুষের ক্ষতি হয় এমন মন্তব্য করে তিনি বলেন, ”দেশে আরো অনেক দল আছে যারা খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে না। তারা শুধু বুর্জোয়া শ্রেণির প্রতিনিধিত্ব করে। যেমন বিএনপির কেন্দ্রীয় কমিটির দিকে লক্ষ করলে দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা তাদের সদস্য।”

বিএনপির কাউন্সিলকে স্বাগত জানিয়ে হাছান মাহমুদ বলেন, ”বিএনপির কিছু নেতা বলেছেন, সরকার না কি তাদের কাউন্সিল বন্ধ করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা তাদের কাউন্সিল বন্ধ করতে চাই না। যে দল চেয়ারে বসা নিয়ে নিজেদের কার্যালয়ে মারামারি করতে পারে, আবার যে দলে আসল আর নকল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি হয়। সে দলের কাউন্সিল অন্য কাউকে বন্ধ করতে হয় না।”

বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ”যে হাতে মানুষ পোড়ানোর গন্ধ, যে হাতে মানুষের রক্ত লেগে আছে তাদেরকে বাদ দিয়ে দলকে ঢেলে সাজান।”

সংগঠনের সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী ইয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ করিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More