মির্জা ফখরুলের পরিবারের খোঁজ নিলেন ড. মোশাররফ

0

কারারুদ্ধ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী রাহাত আরা বেগমের সাথে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মহাসচিবের উত্তরায় বাসায় গিয়ে পরিবারের খোঁজ খবর নেন তারা।

এ সময় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ও বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদ্স্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ ও উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গত ৯ ডিসেম্বর দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করে ডিবি।

nayadiganta

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More