লাইভস্ট্রিমিং এর জন্য শক্তিশালি রাউটার

0

[ads2]

Router[ads1]ঢাকা : লাইভস্ট্রিমিং করার জন্য ভালো ইন্টারনেট সংযোগ এবং গতি থাকা আবশ্যক। আবার সংযোগ এবং গতি ভালো থাকার পরেও ওয়াই ফাই রাউটারের কর্মদক্ষতা উন্নত না হলে সরাসরি অনলাইন ভিডিওতে বারেবার ছেদ পড়বে। দেশের প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স বাজারে নিয়ে আসলো ডিলিংকের নতুন একটি আল্ট্রা ওয়াইফাই  রাউটার যা লাইভ স্ট্রিমিং এবং অনলাইন গেমিংয়ের জন্য উপযুক্ত। রাউটারটির মডেল ডিআইআর ৮৯০এল ।

এই রাউটারটি এসি৩২০০ রাউটারটি তিনটি ব্যান্ডেই কাজ করে। এর নেটওয়ার্ক গতি প্রতি সেকেন্ডে ৩.২জিবি পর্যন্ত। এতে স্মার্ট বিম ফরমিং প্রযুক্তি থাকায় পুরু দেয়ালের সিগন্যাল বাধা জয় করে সহজেই। চতুর্দিকে শক্তিশালী ইন্টার সংযোগ অটুট রাখতে উচ্চমান ৬টি এক্সটার্নাল অ্যান্টেনার পাশাপাশি রাউটারটিতে ৪টি গিগা ল্যান, ১টি গিগা ওয়্যান এবং ২টি ইউএসবি পোর্ট রয়েছে। এর ইউএসবি পোর্টের মাধ্যমে স্টোরেজ ডিভাইস ও প্রিন্টার সংযুক্ত করা যায় অনায়াসে।

রাউটারটির নেটওয়ার্ক ব্যবহার করেই অনলাইন প্রিন্টিং এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত হার্ডডিস্কে সংরক্ষণ করা যায়। উচ্চগতির ইন্টারনেট সম্প্রসারণে এগিয়ে থাকা ডিলিংক ডিআইআর ৮৯০এল মডেলের  এসি৩২০০ রাউটারটির মূল্য ২২ হাজার টাকা।[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More