নীরব মোদির অনুরোধ প্রত্যাখ্যান যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে, ভারতে প্রত্যর্পণের রাস্তা পরিষ্কার

0

পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অভিযুক্ত হীরা ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণের পথ আরও পরিষ্কার হলো । প্রতারণা এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত নীরব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১১ হাজার কোটি টাকার জালিয়াতিতে তার জড়িত থাকার বিশদ বিবরণ প্রকাশের আগে ২০১৮ সালে ভারত থেকে পালিয়ে যাওয়া গুজরাটের ৫১বছর বয়সী হীরা ম্যাগনেট যুক্তি দিয়েছিলেন যে তাকে প্রত্যর্পণ করা হলে আত্মহত্যার উচ্চ ঝুঁকি রয়েছে। বৃহস্পতিবার লন্ডন হাইকোর্ট তার অনুরোধ প্রত্যাখ্যান করার অর্থ হল তাকে এখন বিচারের মুখোমুখি নিয়ে যেতে আর কোনো বাধা রইলো না। গত মাসে হাইকোর্টে তার আগের আপিল খারিজ হয়ে যাওয়ায় তার কাছে আর একটি বিকল্প আছে: ইউরোপীয় মানবাধিকার আদালতের কাছে যাওয়া।

আপাতত, তিনি ২০১৯ সালের মার্চ মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে লন্ডনের একটি কারাগারে রয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হাইকোর্টের সর্বশেষ আদেশ অনুযায়ী তাকে ১,৫০,২৪৭ পাউন্ড আইনি খরচও দিতে হবে । তার চাচা, মেহুল চোকসি, যিনি অ্যান্টিগুয়া এবং বারবুডার নাগরিকত্ব নিয়েছেন, তার বিরুদ্ধেও পিএনবি প্রতারণার অভিযোগ রয়েছে এবং ভারতীয় সংস্থাগুলি তাকে গ্রেফতার করতে চাইছে। যুক্তরাজ্যের হাইকোর্ট এর আগে বলেছিলো -” মিঃ মোদির মানসিক অবস্থা এমন নয় যে তাকে হস্তান্তর করা নিপীড়নমূলক হবে। ”তার বিরুদ্ধে গত মাসের রায়ের পরে, নীরব মোদির সামনে একটি রাস্তা ছিলো যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের কাছে যাওয়া। ভারতে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উভয়ই তাকে খুঁজছে।

তার বিরুদ্ধে অভিযোগের মূল বিষয় হল যে তিনি এবং তার নিয়ন্ত্রণে থাকা কিছু সংস্থাগুলি লেটারস অফ আন্ডারটেকিং (LoU) – বিদেশী আমদানির অর্থ প্রদানের জন্য জারি করা ব্যাঙ্ক গ্যারান্টি – পাবলিক সেক্টর ব্যাঙ্ক PNB থেকে ঋণ পাওয়ার জন্য সিস্টেমে ত্রুটিগুলি ব্যবহার করেছিল৷ সহজ কথায় পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি । একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও।

সূত্র : এনডিটিভি

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More