রাষ্ট্রদূতকে নাজেহালের ঘটনার পরও যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের দাবি আবদুল মোমেনের

0

র‌্যাব-১ এর হাতে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যাওয়ার পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে নাজেহালের ঘটনার পরও দেশটির সঙ্গে সু-সম্পর্ক রয়েছে এবং কোন রকমের চাপে নেই বলে দাবি করেছেন আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এক বছর আগে যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়ার পর নতুন করে নিষেধাজ্ঞা আসার যে গুঞ্জন ছড়িয়েছিল, সেটিরও কোনো শঙ্কা নেই বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২০শে ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস)-এ এক আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন এ কে আবদুল মোমেন।

আবদুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক আছে। বাংলাদেশ কোনো চাপে নেই। তারা বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়। বড় দেশগুলো এটা করে থাকে। তবে আমরা এ নিয়ে আতঙ্কিত নই। আর আমাদের সঙ্গে সম্পর্ক ভালো বলেই তারা আমাদের নানা সাজেশন দেয়। আপনার সঙ্গে কারো সম্পর্ক ভালো থাকলে, আপনিও সাজেশন দিয়ে থাকেন। এটা খুব ভালো।

যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের ওপর ভ্রমণ সতর্ক বার্তা দিয়েছে- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ড. মোমেন বলেন, এটা ওদের দায় দায়িত্ব এড়ানোর জন্য করে থাকে। ওদের কেউ এদেশে বেড়াতে এসে যদি আহত হয়, সেজন্য দেয়। এটা কোনো ভুল নয়। এটা নিয়ে অবশ্য তাদের জিজ্ঞেস করতে পারেন।

উল্লেখ্য, গত ১৪ই ডিসেম্বর পিটার হাস ২০১৩ সালের ৪ ডিসেম্বর র‌্যাব তুলে নিয়ে গুম করা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান।

২০১৩ সালের ৪ঠা ডিসেম্বর সুমন ও তার খালাতো ভাইসহ ৮ জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে যায় র‌্যাব-১ এর সদস্যরা। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন র‌্যাব-১ এর তৎকালীন কমান্ডিং অফিসার কিসমত হায়াৎ। এরপর থেকে তাঁদের খোঁজ আর মেলেনি। গুম হওয়া সুমনের বোন গড়ে তুলেছেন ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন। গত কয়েক বছর ধরে এই সংগঠনটি গুমের সন্ধান চেয়ে নানা কর্মসূচি পালন করছে।

উৎসঃ   আমার দেশ
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More