অপরাধ নিয়ন্ত্রণে ১১শ সিসিটিভি ক্যামেরা বসাবে সিটি কর্পোরেশন

0

cityরাজধানীর যানজট কমাতে ৬৯ পয়েন্টে ডান দিকে গাড়ি ঘোরানো বন্ধ করে দিয়ে ২১টি ইউ-লুপ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে বসানো হবে ১১শ সিসিটিভি ক্যামেরা। সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ ঘনঘন সিগন্যাল আর ডানদিকে মোড়। বিশেষজ্ঞরা মনে করেন, সিগন্যাল কমিয়ে বাধাহীনভাবে গাড়ি চলতে দিতে পারলে যানজট কমে আসবে। এজন্যই ছয়মাসের মধ্যে ৩২ কিলোমিটার সড়কে সিগন্যালমুক্ত চলাচলের উদ্যোগ ঢাকা উত্তর সিটি কপোরেশনের।

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে যানজট বড় আকারের সমস্যা হয়ে দেখা দিবে। সেদিকটা মাথায় রেখে আমরা ২১টি ইউ-লুপ করছি ৬৯টি রাইট টার্ন আমরা বন্ধ করে দিবো। জয়দেবপুর থেকে সাত রাস্তা পর্যন্ত এ ইউ-লুপ গুলো তৈরী করা হবে। ইতিমধ্যে তিনটা রাইট টার্ন বন্ধ করে দিয়ে আমরা সুফল পেয়েছি।

১৫ মে’র মধ্যে ৫ হাজার ডাষ্টবিন, ড্রেনের অবস্থা দেখতে জিআইএস প্রযুক্তি ব্যবহার, আবর্জনা থেকে বিদ্যুৎ, বাসা-বাড়ির ছাদ-ফ্লাইওভার-ওভারপাসে বাগান, অবৈধ পার্কিং বন্ধ, রাজপথে এলইডি লাইট, তিন হাজার নতুন বাস চালু, সিসিটিভি ক্যামেরায় অপরাধ নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরে গণমাধ্যমের সহায়তা চান মেয়র আনিসুল হক ।

সকলের প্রতি সতর্কতা দিয়ে তিনি বলেন, ‘কোনো ফুটপাত দখল করা যাবেনা। এটা সেবার জন্যই মেসেজ। যে যেই হোক না কোনো কোন সুযোগ দেওয়া হবে না ।’

সহায়তার আশ্বাসের সঙ্গে কিছু পরামর্শও উঠে আসে মতবিনিময় সভায়। সম্পাদকরা আশা করেন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এরই মধ্যে রাজধানীতে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More