সৌদি কোম্পানির সঙ্গে আশিয়ান গ্রুপের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

0
asianসৌদি আরবের বেসরকারি প্রতিষ্ঠান মেসার্স ওয়াতন আল শামস্ কন্ট্রাকটিং ও বাংলাদেশে শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আশিয়ান গ্রুপের সঙ্গে যৌথ ব্যবসায়ী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানস্থ আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় মেসার্স ওয়াতন আল শামস্ কন্ট্রাকটিংয়ের পক্ষে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহমেদ মোহাম্মদ ফালেহ্ আল বালাওয়ি ও আশিয়ান গ্রুপের পক্ষে  কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ব্যবসা পরিচালনায় আমরা আগে থেকেই পবিত্র ছিলাম, থাকব এবং সামনেও তার ধারাবাহিকতা রক্ষা করব। নতুন করে সৌদি আরবের কোম্পানির সঙ্গে আমাদের যৌথ ব্যবসায়িক বন্ধন আমাদের সুন্দরভাবে সামনে চলার পথকে এগিয়ে নিয়ে যাবে। তবে সব থেকে বড় বিষয় আজকের এই চুক্তির মাধ্যমে মক্কা-মদিনার একজন মানুষকে আমাদের ব্যবসায়িক সঙ্গী হিসেবে পেয়েছি। যে দেশে আল্লাহর পবিত্র ঘর কাবা শরিফ ও যে মাটিতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) শায়িত রয়েছেন। তাই এই পবিত্র দেশের একটি প্রাইভেট কোম্পানির সঙ্গে যৌথ ব্যবসা পরিচালনা আমাদের নতুন করে এগিয়ে নিয়ে যাবে।
মেসার্স ওয়াতন আল শামস্ কন্ট্রাকটিংয়ের স্বত্বাধিকারী আহমেদ মোহাম্মদ ফালেহ্ আল বালাওয়ি বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ। এরা শুধু আমাদের বন্ধু নয়, ভাইও।দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সৌদি কোম্পানির সঙ্গে আশিয়ান গ্রুপের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরপ্রতিষ্ঠান আশিয়ান গ্রুপের সঙ্গে যৌথ ব্যবসা শুরু করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশিয়ান গ্রুপের চেয়ারম্যান শামীমা নাসরিন শিরিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া, পরিচালক (ক্রয়) জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন পিএসসি (অব.), আইন উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ব্যবস্থাপনা পরিচালকের অন্যতম উপদেষ্টা আলহাজ শফিউদ্দিন মোল্লাসহ অন্যান্য পরিচালক ও প্রতিষ্ঠানের।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More