৩২৮ রানের বিশাল জয়ে সিরিজ পাকিস্তানের

0

Pakistaniওয়ানডে সিরিজে হোয়াইটওয়াস ও টি-টুয়েন্টিতে হারের পর অবশেষে বাংলাদেশ সফরে জয়েল দেখা পেল পাকিস্তান। শনিবার ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৩২৮ রানের বড় জয় পেয়েছে পুরো সফরে টাইগারদের কাছে নাকাল হওয়া পাকিস্তান দল।

এর ফলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে জিতে নিল পাকিস্তান। এর আগে খুলনায় প্রথম টেস্টটি ড্র হয়।

শনিবার মিরপুরে পাকিস্তানের বেঁধে দেয়া ৫৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস।

দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। একের পর এক আউট হন ওপেনার তামিম থেকে শুরু করে সবাই।

শুরুতেই তামিম ইকবাল আউট হয়ে গেলে হোঁচট খায় টাইগাররা। তামিম আউটের পর এই মিছিলে একে একে যোগ দেন মাহমুদুল্লাহ রিয়াদ (২), সাকিব আল হাসান (১৩), মুশফিকুর রহিম (০), সৌম্য সরকার (১)।
পরে বাংলাদেশের হয়ে একমাত্র অর্ধশতক করা মুমিনুল হকও একই পথ ধরেন। তিনি ব্যক্তিগত ৬৮ রান করে আউট হন। এর মধ্য দিয়ে টানা ১১ টেস্টে অর্ধশতক করার রেকর্ড করেন তিনি। ১০২ বলে ৯টি চারের সাহায্যে তিনি এ রান করেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ১৯৫ রান তুলে ঘোষণা করে সফরকারী পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৭ রানের বিপরীতে ২০৩ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫৫০ রানের।

গতকাল বিকালে রানের পাহাড়ের সামনে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস ভালো সূচনা এনে দেন। কিন্তু পাক স্পিনার ইয়াসির শাহর অসাধারণ এক ডেলিভারিতে দলীয় ৪৮ রানে বোল্ড হয়ে ফিরে যান কায়েস (১৬)। দিন শেষে অপরাজিত ছিলেন তামিম ও মুমিনুল।

পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে আজহার আলীর দ্বিশতক (২২৬), ইউনিস খানের ১৪৮ আর আসাদ শফিকের ১০৭ রানে ভর করে ৫৫৭ রান করে। বাংলাদেশ প্রথম ইনিংসে ২০৩ রানে গুটিয়ে যায়। সাকিব আল হাসান ৯১ বলে ৮৯ রান করে অপরাজিত ছিলেন।

ফলোঅনে পড়লেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় অধিনায়ক মিসবাহ-উল হকের ৭২ বলের ৮২ রানের ওপর ভর করে ৬ উইকেটে ১৯৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More