প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট, বরখাস্ত ২

0

Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট ঘটায় দায়িত্ব অবহেলার কারণে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির মো. জহিরুল ইসলাম ও ডিজিএম (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছ।আজ সকালে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছার কিছু সময় পরই বিদ্যুৎ চলে যায়। প্রায় ১০মিনিটের অধিক সময় ওই এলাকা বিদ্যুৎহীন থাকে। এ ঘটনায় গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম ও ডিজিএমকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে গাজীপুরের পল্লী বিদ্যুৎ সামিতির ছায়াবিথীস্থ জোনাল অফিসের ডিজিএম নূর মোহাম্মদকে ভারপ্রাপ্ত জিএম’র দায়িত্ব দেয়া হয়। এ ঘটনা তদন্তে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ব্যবস্থাপনা) মো. আব্দুস সাত্তার বিশ্বাসকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- প্রধান প্রকৌশলী মোস্তাফিজুল হক চৌধুরী ও পরিচালক (সিস্টেম অপারেশন কেন্দ্রীয় অঞ্চল) অঞ্জন কান্তি দাস।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More